ভৌত রাশি এবং পরিমাপ (অধ্যায় ১ম)

এসএসসি-২৫ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন।

১. মৌলিক রাশি কাকে বলে? [রা. বো.’২৩, ২৪; ম. বো.’২৩, সি. বো.’২২]

উত্তর: যেসব রাশির মান অন্য কোনো রাশির ওপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশির মান এদের ওপর নির্ভর করে, এসব স্বাধীন রাশিকে মৌলিক রাশি বলে।

২. রাশি কাকে বলে? [কু. বো’২৪; ব. বো.’ ২২]

উত্তর: ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাকে রাশি বলে।

৩. স্ক্রুগজের পিচ কাকে বলে? [ঢা. বো.’২৩, য. বো. দি. বো., চ. বো.’ ২২, য. বো.’২১; সি. বো.’ ২১; ব.বো. ‘২৪; কু. বো.’১৭]

উত্তর: স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাই পিচ।

৪. পরিমাপ কাকে বলে? [য.বো’২৩]

উত্তর: কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে।

৫. মৌলিক একক কাকে বলে? [রা. বো.’২২]

উত্তর: যে একক অন্য এককের উপর নির্ভর করে না, তাকে মৌলিক একক বলে।

৬. স্কেলার রাশি কাকে বলে? [য. বো.’২২]

উত্তর: যে সকল রাশিকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন নেই, শুধুমাত্র মান দিয়েই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাদেরকে স্কেলার রাশি বলে।

স্ক্রুগজের ন্যূনাঙ্ক কাকে বলে? [দি. বো.’ ২৩, ২১, ম. বো.’ ২২, ঢা. বো, চ. বো, ম. বো.’২১]

উত্তর:স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে, তাকে গজের ন্যূনাঙ্ক বলে।

৮. আপেক্ষিক ত্রুটি কাকে বলে? [কু. বো.’২৩, রা. বো.’২১]

উত্তর: চূড়ান্ত ত্রুটি ও পরিমাপকৃত মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। আপেক্ষিক ত্রুটি = চূড়ান্ত ত্রুটি / পরিমাপকৃত মান

৯. পরিমাপের একক কাকে বলে? [চ.বো.’২৩, কু. বো., য. বো.’ ১৯]

উত্তর: যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয়, তাকে পরিমাপের একক বলে।

১০ . ভার্নিয়ার ধ্রুবক কী? [রা. বো., ব. বো., সি. বো.’ ২১, রা. বো., ম. বো.’ ২০, য. বো.’১৫]

উত্তর: ভার্নিয়ার স্কেলের এক ভাগ এবং মূল স্কেলের এক ভাগের মাঝে যতটুকু পার্থক্য থাকে, তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে।

১১. এক কেলভিন কাকে বলে? [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর: পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের এক ভাগকে এক কেলভিন বলে।

১২ . লব্ধ রাশি কাকে বলে? [সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা]

উত্তর: যে সকল রাশিকে প্রকাশ করতে হলে মৌলিক রাশির সাহায্য নিতে হয়, ঐসব রাশিকে লব্ধ রাশি বলে।

১৩ বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে? [চ. বো.’ ১৭]

উত্তর: কোনো সংখ্যাকে 10 এর যেকোনো ঘাত এবং 1 থেকে 10 এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।

১৪. লঘিষ্ঠ গণন কী ?

উত্তর: পিচ ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে ক্রুগজের লঘিষ্ঠ গণন বলে।

১৫. মাত্রা কী? [ব.বো., সি.বো’২৩, ঢা. বো., চ. বো.’২২, সি.

উত্তর: একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি যে সূচকে বা ঘাতে থাকে, সেটাকে তার মাত্রা বলে।

১৬. এক কিলোগ্রাম ভর কাকে বলে? [সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী]

উত্তর: ফ্রান্সের একটি ভবনে রাখা প্লাটিনাম-ইরিডিয়াম দিয়ে তৈরি 3.9 cm উচ্চতা ও ব্যাসের একটি নির্দিষ্ট বস্তুর ভরকে বলা হয় এক কিলোগ্রাম ভর।

Share this content:

Leave a Comment